চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা লালচাঁদ বাড়ীতে লেখক-কীর্তনশিল্পী-ডাকপরির্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব ও বার্ষিক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ বেলা ৩টায় স্থানীয় মা-মনি ভবন চত্বরে অনুষ্ঠিত এ উপলক্ষে এক সভায় লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা উপাসিকা মনিবালা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ফায়ার ডিফেন্স সার্ভিসের ফেনী জেলার উপ পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি। পরিষদের উদ্যোক্তা শিক্ষার্থী পুনম বড়ুয়ার সাবলিল উপস্থাপনায় এ সভায় উদ্বোধক ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও পটিয়া সাধারন সম্পাদক মুহাম্মদ আবদুল এ রানা। মহান অতিথি ছিলেন- বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চাপ্টারের সভাপতি প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া ও রত্নাগর্ভা বীণাপানি বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন – ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ,আমেরিকান লাইন্স প্রাঃ লিঃ এর বাংলাদেশ ব্যবস্থাপক সঞ্চয়ন বড়ুয়া, ইপসা’র উদ্ধর্তন কর্মকর্তা ড. প্রবাল বড়ুয়া, গাছবাড়িয়া সরকারী কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা চৈতি বড়ুয়া। লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়ার স্বাগত ভাষণ ও সংগীতজ্ঞ চানক্য বড়ুয়ার পরিচালনায় তাঁর সহশিল্পী বৃন্দের উদ্বোধনী- বরণ সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে এতে ধন্যবাদ মূলক বক্তব্য রাখেন- লেখক-কীর্তণশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের নির্বাহী পরিচালক নারীনেত্রী ইলা বড়ুয়া। “ডা. জীবেন্দ্র-রেবা স্মৃতি স্বারক” ও ” রত্নগর্ভা বীণাপানি স্বারক” সম্মাননা অর্জনকারী দেশ তথা সমাজে বিভিন্ন ভাবে অবদান ( মুক্তিযোদ্ধা, শিক্ষায়, চিকিৎসায়, ক্রীড়ায়, শিল্পপ্রতিষ্ঠানে, করোনাযোদ্ধায়, সমাজসেবায়, সংগঠনে, কীর্তনশিল্পে, শ্মশানবন্ধু, কবরবন্ধু, বৃদ্ধ শ্বাশুড়ী সেবায়সহ ৯২জন পক্ষে অনুভূতি মুলক বক্তব্য রাখেন- বাবু সুনীল কান্তি বড়ুয়া(পূর্ব মুকুটনাইট পটিয়া), মুহাম্মদ নুরুল আলম নুরু(শাকপুরা,বোয়ালখালী), চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বোয়ালখালী নিউজ ডট কম’র সম্পাদক মুহাম্মদ আবুল ফজল বাবুল, বাঁশখালী জলদি গ্রামের কীর্তনীয়া হিমাংশু বিমল বড়ুয়া স্মৃতি পরিষদের পক্ষে সাংবাদিক নীল রতন বড়ুয়া,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী মিন্টু, স্যাটেলাইট টিভি ” চ্যানেল বোয়ালখালী” ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাইদী, প্রধান শিক্ষক সমীরন বড়ুয়া( পশ্চিম তেকোটা পটিয়া), একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁশি শিল্পী গোস্টির সভাপতি সংগঠক প্রণবরাজ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া( হাজারীরচর বোয়ালখালী), ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউপির প্যানেল মেয়র টুবুল বড়ুয়া, চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক ব্যাংকার মৃদুল কান্তি বড়ুয়া( ফতেনগর চন্দনাইশ), বৌদ্ধবার্তা পরিচালক ব্যাংকার লিটন কুমার বড়ুয়া(চরকানাই পটিয়া), বাঙ্গালী মূলনিবাসী ইউনিয়নের সাধারন সম্পাদক সরিৎ চৌধুরী সাজু( তেকোটা পটিয়া), সিলেট বৌদ্ধ সমিতি ও সিলেট বৌদ্ধ বিহারের সাধারন সম্পাদক,বাংলাদেশ যুব পরিষদ সিলেট’র সভাপতি, উৎফল বড়ুয়া, শ্রী অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, রাউজান পূর্ব গুজরা আবদুস সালাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহন লাল বড়ুয়া, চন্দনাইশের জোয়ারা গ্রামের পক্ষে ইউনিয়ন ভূমি কর্মকর্তা অরুন বড়ুয়া, শাকপুরা লালচাঁদ বিহার সেবা ও উন্নয়ন কমিটির সহ সভাপতি ও পশ্চিম শাকপুরা সাধনা বিহারের নেতা সুকুল বড়ুয়া, রাউজান বৌদ্ধ দাহ কমিটি( করোনাকালীন সহায়তাদাতা)’র দলনেতা টুটুল বড়ুয়া, গাউছিয়া কমিটি( করোনা কালীন দাফন- কাপন কমিটির নেতা মুহাম্মদ মফিউদ্দোল্লাহ, লালচাঁদ বিহার সেবা ও উন্নয়ন কমিটির সহ সাধারন সম্পাদক সত্যজিৎ বড়ুয়া, পুলিশ অফিসার পিটু বড়ুয়া, পূর্বশাকপুরা বৌদ্ধ পল্লীর পক্ষে রাজীব বড়ুয়া, রাঙ্গুনীয়া সাহাব্দিনগর বৌদ্ধ পল্লীর পক্ষে পিপলু বড়ুয়া, সাবেক মেম্বার অনুপ দাশ।
এতে অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন – শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কবি লিটন কুমার চৌধুরী, সিনিয়র শিক্ষিকা সংগীতা চৌধুরী, লালচাঁদ বিহার উন্নয়ন ও সেবা কমিটির কার্যকরী সভাপতি সাবেক ইউপি সদস্য প্রশান্ত বড়ুয়া, সহ সভাপতি দেবু বড়ুয়া, সাধারন সম্পাদক শম্ভুমিত্র বড়ুয়া, নাট্যকার অশোক বড়ুয়া, সংস্কৃতিকর্মী গোপালমিত্র বড়ুয়া, সংস্কৃতিকর্মী আশুতোষ বড়ুয়া, শাকপুরা লালচাঁদ শ্মশান কমিটির সভাপতি ও আওয়ামীলীগনেতা অনুপম বড়ুয়া সেতু, সমাজসেবক মোঃ শাহ আলম, লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের পরিচালক সাবেক ডাক কর্মকর্তা অমল বড়ুয়া দুলু, কীর্তনশিল্পী বাবু নেপাল বড়ুয়া, কীর্তনশিল্পী তাপস বড়ুয়া, একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁশি শিল্পী গোষ্টির সাধারন সম্পাদক শ্রী বিপ্লব জলদাশ, সংস্কৃতিব্যক্তিত্ব কুমারীকা বড়ুয়া, হাজী আজগর আলী উচ্চ বিদ্যালের শিক্ষিকা শিপ্রা বড়ুয়া, কীর্তনশিল্পী সুমন বড়ুয়া, গ্রাম ডাক্তার সৌরভ বড়ুয়া মামুন, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের পক্ষে সবুজ বড়ুয়া, শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের পক্ষে সঞ্চয়ন বড়ুয়া, শাকপুরা ধম্মানন্দ বিহারের পক্ষে দোলন বড়ুয়া, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের সভাপতি টিংকু বড়ুয়া, প্রকৌশলী রাজীব বড়ুয়া, হাজী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের পাঠাগার সম্পাদক অনিশ বড়ুয়া।
এতে দেশে তথা সমাজের তৃনমূল পর্যন্ত বিভিন্ন কাজে অবদান রাখা ৯৫ জনকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়। সভা শেষে চ্যানেল আই’র ক্ষুদে শিল্পী আদ্রিতা বড়ুয়ার পরিবেশনায় ও মাস্টার দেবধন আচার্য্যর তবলা সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়।