সাবেক লায়ন জেলা গভর্নর, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া ‘সিএমওএসএইচ ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট’র জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
সোমবার (২৯ মার্চ) ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
রূপম কিশোর বড়য়া-সুপ্রভা বড়ুয়া ট্রাস্টের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নের জন্য এ অনুদান দেওয়া হয়।
লায়ন রূপম কিশোর বড়ুয়া কনফিডেন্স সিমেন্টের পক্ষ থেকে ভবিষ্যতে ক্যান্সার হাসপাতাল নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।