রবিবার (২৮ মার্চ) নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের ।
উদ্বোধন ঘোষনা করেন নিজামপুর ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক শ্রীমৎ শাসনবংশ মহাস্থবির। একক সদ্ধর্ম দেশক ছিলেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভদন্ত মেত্তাবংশ স্থবির।
মংগলাচরন করেন ভদন্ত শ্রদ্ধালঙ্কার ভিক্ষু ও সত্যলংকার ভিক্ষু।পঞ্চশীল প্রার্থনা করেন মিরসরাই উপজেলা বৌদ্ধ পরিষদের সভাপতি ডাক্তার দিলীপ বড়ুয়া ।