মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উদযাপনের অংশ হিসেবে ঢাকা মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৬ মার্চ ২০২১ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন সকাল ১০:০০ টার সময় এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে।
বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় সঞ্চালনায় সহসভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, রিপন কান্তি বড়ুয়া , রাহুল বড়ুয়া, ড. সুবর্ণ বড়ুয়া , ড. জগন্নাথ বড়ুয়া , বেবী বড়ুয়া , পরান চাকমা, অমল কান্তি বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।