রামু বৌদ্ধ পল্লীতে আবার ও হামলা হয়েছে এরকম গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ২৬ মার্চ কক্সবাজারে রামু জাদিপাড়া জাদি শশ্মানে সন্ধ্যায় অজ্ঞাত কে বা কারা গাছের ঝরে পড়া শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয়। কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিচের দিকে ধরিয়ে দিলেও জ্বলে জ্বলে আগুন উপরের দিকে উঠে যায়। কিন্তু জাদির ওখানে যায়নি। পরে কিছুক্ষণের মধ্যে সেই আগুন নিভেও যায়। এরপরও রামু ফায়ার সার্ভিস টিম সেখানে পানি ছিটিয়েছেন।
তিনি জানান , স্বাধীনতার সুবর্নজয়ন্তীকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার জন্য কিছু অপচেষ্টা তো দেশের বিভিন্ন জায়গায় করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অপচেষ্টা হচ্ছে। এখন দেখছি রাত যত বাড়ছে জাদির ওই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরণের ভিত্তিহীন খবর ও গুজব রটানো হচ্ছে। অনেকের মধ্যে মিছে মিছে আতংক ছড়ানো হচ্ছে। তাই পোস্টটা দিয়ে সবাইকে কোনো ধরণের গুজবে কান না দেয়ার জন্য আহবান জানাচ্ছি। এখানে সবকিছু স্বাভাবিক আছে। আর প্রশাসনও সতর্কাবস্থায় আছে। তবে আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি। আমরা এর পেছনে কে বা কারা তা খোজেঁ বের করার জন্য কৌশলে চেষ্টা করছি।