রাউজানে একঝাঁক বৌদ্ধ তরুণের তারুণ্যে ভরপুর সংগঠন সম্যক আয়োজিত স্বাধীনতা দিবস ও মুজিব শতবর্ষকে কেন্দ্র করে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ মার্চ) রাউজানের কাঠালভাঁঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্যক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন ১০নং পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. আব্বাস উদ্দিন আহমেদ, সংবর্ধেয় অতিথি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া , বিশেষ অতিথি যথাক্রমে অব: প্রধান শিক্ষক, ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, অধ্যক্ষ দীপক তালুকদার, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ- ৭নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মো: মোস্তাফিজ রহমান, মিরধারপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সি: শিক্ষক শ্যামল বড়ুয়া, যুবনেতা টনি বড়ুয়া, ছাত্রনেতা সাফায়েত হোসেন, স্বাগত ভাষন প্রদান করেন অভি বড়ুয়া।
পলাশ বড়ুয়ার সমন্বয়ে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাওন বড়ুয়া মুন্না ও বিজয় বড়ুয়া।
বক্তাগণ বলেন আপাদমস্তক একটি বৌদ্ধিক সংগঠন সম্যক, বৌদ্ধিক দিবস যেমন বুদ্ধপূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, মাঘীপূর্ণিমা পালনের পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ পালন এবং স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্যকে শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করছে, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে কোমলমতি শিশু-কিশোরদের মনে স্থান করে দেয়ার মত এটি একটি মহৎ কাজ।