রাউজানের পশ্চিম আধারমানিক – গুজরা গ্রামবাসীর উদ্যাগে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ শাসন স্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাথের এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথেরোর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাউজান আধারমানিক নিগ্রোধারাম বিহার প্রাঙ্গণে সকালে অষ্ট উপকরণ সহ সংঘদান অনুষ্ঠিত হয়।
সকালে অষ্ট উপকরণ সহ সংঘদানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথেরো ।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ শাসন স্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত সুমংগল মহাথের, ভদন্ত দেবমিত্র মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত সুমনতিষ্য মহাথের, ভদন্ত জ্যোতিসার মহাথের।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জিনবোধি মহাথের। মংগলাচরন করেন ভদন্ত জ্যোতিশ্রী ভিক্ষু।
দুপুর .২ টায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের কার্যকরী সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ শাসন স্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাথের এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ধর্ম সেন মহাস্থবির, ভদন্ত শীলরক্ষিত মহাথের, রাজগুরু ইন্দ্রচারা মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের।
প্রধান সদ্ধর্মলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের।
দেশনা করেন ভদন্ত শাসনবংশ মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত সত্যপাল মহাথের, ভদন্ত শাসন রক্ষিত মহাথের, ভদন্ত এল অনিরুদ্ধ মহাথের, ভদন্ত এম বোধিমিত্র মহাথের প্রমুখ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব ভদন্ত বিপুলাবংশ থের।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিজয় বড়ুয়া ও স্থানীয় শিল্পী বৃন্দ । মংগলাচরণ করেন ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু । পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক সুদর্শন বড়ুয়া। সঞ্চালনা করেন শিক্ষক পলাশ বড়ুয়া।