আগামীকাল ২৪ মার্চ ২০২১ ইংরেজী বুধবার হাটহাজারীর জোবরা সুগত বিহারে গনপ্রবজ্যা সহ ১০ দিনব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন কোর্সের সমাপনী দিবসে অষ্ট পরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির । সভার উদ্বোধন ঘোষনা করবেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক ও জোবরা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাউজান গহিরা জেতবনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাথের । প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস লোকজিৎ থের । বিশেষ ধর্ম দেশক হিসাবে উপস্থিত থাকবেন রাউজান গহিরা অংকুরঘোনা মহা শ্মশান ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত আলোকাবংশ থের।
উক্ত দান শীল ভাবনা যজ্ঞে আপনাদের সকলের উপস্থিতি কামনা করেছেন বিহার পরিচালনা কমিটি।