যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ি অঞ্চলের সংঘনায়ক, ফটিকছড়ি নানুপুর গৌতম বিহার এর অধ্যক্ষ স্বদ্ধর্মধ্বজ্জ ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবিরের পবিত্র শবদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান নানুপুর গৌতম বিহারে সম্পন্ন হয়েছে।
রবিবার (২১ মার্চ ) সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা।
বিকেলে পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির । প্রধান অতিথি ছিলেন উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির ।আশীর্বাদক ছিলেন উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত ধর্মসেন মহাস্থবির, ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের , এল , অনিরুদ্ধ মহাথের, ভদন্ত এস লোকজিৎ থের । প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের। উদ্বোধক ছিলেন ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির, বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শাসনবংশ মহাস্থবির।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত ধম্মবোধি ভিক্ষু, ধনঞ্জয় বড়ুয়া রুবেল।
উল্লেখ্য , প্রয়াত ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির গত ৯ মার্চ বিকেল ৫ টা ১৫ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে ৭৬ বছর বয়সে পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন।