ফটিকছড়ি অঞ্চলের সংঘনায়ক, ফটিকছড়ি নানুপুর গৌতম বিহার এর অধ্যক্ষ স্বদ্ধর্মধ্বজ্জ ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবিরের পবিত্র শবদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান আগামীকাল ২১ মার্চ নানুপুর গৌতম বিহারের অনুষ্ঠিত হবে।
সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে। দুপুরে স্মৃতিচারণ সভা ও পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির ।
উক্ত পূন্যদানে আপনাদের সকলের অংশগ্রহণ বিনীতভাবে কামনা করা হয়েছে।
উল্লেখ্য , প্রয়াত ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির গত ৯ মার্চ বিকেল ৫ টা ১৫ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে ৭৬ বছর বয়সে পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন।