রাউজান উপজেলার পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ ও উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
এ উপলক্ষে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিগত ১৪ মার্চ থেকে ১৮ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচদিন ব্যাপী বুড্ডিস্ট মং সোসাইটির ব্যবস্থাপনায় অবিরত পট্ঠান পাঠ, মৈত্রী বাক্য পাঠ, বুদ্ধ কীর্তন, লালন গীতি পরিবেশন, অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, ধর্মীয় আলোচনা সভা, বুদ্ধমূর্তির জীবন্যাস,বুদ্ধমূর্তি উৎসর্গ, গুণীজন সম্মাননা, যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯ মার্চ শুক্রবার মূল কর্মসূচি সকাল ৭টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং প্রয়াত সংঘনায়কদ্বয়ের স্মৃতি মন্দিরে পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে শুরু হয়। সকাল ১০টায় অষ্টপরিস্কারসহ মহাসংঘদান অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্ধ্বতন সহ-সভাপতি রাজগুরু ধর্ম সেনাপতি অভয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন ২৯তম সংঘনায়ক, প্রিয়শীলী অগ্গমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন শ্রীপুর আমুচিয়া বোধিসত্ত বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপস্সী মহাথের। প্রধান আলোচক ছিলেন চান্দগাঁও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত আর্য্যশ্রী থের। এসময় পঞ্চশীল প্রার্থনা করেন ধীরাজ বড়ুয়া পল্টু ও স্বাগত বক্তব্য রাখেন বিহার উন্নয়ন কমিটির সভাপতি প্রভাষ কুমার বড়ুয়া।
বিকাল ২টায় ২য় পর্বের অনুষ্ঠান ধর্মীয় আলোচনা সভা, মরনোত্তর ১৩ গুণীজনকে সম্মাননা প্রদান রাজগুরু ধর্ম সেনাপতি অভয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান আলোচক ও মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের ও নবপন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপাক উপানন্দ মহাথের। সদ্ধর্ম আলোচক ছিলেন ভদন্ত সচ্ছিতানন্দ মহাথের, ভদন্ত বজিরানন্দ মহাথের, ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সুমিত্তানন্দ থের, ভদন্ত পূর্ণানন্দ থের, ভদন্ত সুখানন্দ থের, ভদন্ত সুমঙ্গল থের, ভদন্ত বি.সত্যানন্দ থের, ভদন্ত কির্ত্তীপাল থের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, উজ্জ্বল মুৎসুদ্দি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, স্বদেশ চৌধুরী প্রমুখ।
সঞ্চালনা করেন বিমান কান্তি বড়ুয়া জাপান।