শিক্ষা নিয়ে গড়ব দেশ,আমাদের এই বাংলাদেশ এ প্রতিপাদ্যে উজ্জীবিত কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী” সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ ) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রেজুরকুল ও পশ্চিম রত্না গ্রামের প্রায় ২০০ জন শিক্ষার্থীদের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
রেজুরকুল স্বধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিধর্ম ভিক্ষুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিসো কোসি কাই , উখিয়া থানা শাখার সভাপতি বাবুল বড়ুয়া । প্রধান আলোচক ছিলেন ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু । অতিথি ছিলেন সুনিত বড়ুয়া, নোবেল বড়ুয়া ।উদ্বোধক ছিলেন বিজন বড়ুয়া সৌরভ।
এতে অন্যান্যদের মধ্যে কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী সংগঠনের সভাপতি ভদন্ত শিষ্যানন্দ ভিক্ষু সিনিয়র সহ-সভাপতি কানন বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক- নিপন বড়ুয়া, প্রচার সম্পাদক-সাজন বড়ুয়া সাজু, সহ-প্রচার সম্পাদক রিকসন বড়ুয়া, দপ্তর সম্পাদক- বিজন বড়ুয়া সৌরভ। সহ-সমাজ কল্যাণ সম্পাদক- নান্টু বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক- মিটন বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিফল বড়ুয়া, নির্বাহী সদস্যা-শিবলু বড়ুয়া, সদস্য -সুব্রত বড়ুয়া, সদস্য -রুবেল বড়ুয়া, সদস্য -রুপায়ন বড়ুয়া রনি, সদস্য- রুপায়ন বড়ুয়া, সদস্য -মিশু বড়ুয়া, সদস্য -আশীষ বড়ুয়া, সদস্য -রুকেল বড়ুয়া, সদস্য -সৈকত বড়ুয়া, সদস্য -বিপ্লব বড়ুয়া, সদস্য -রনি বড়ুয়া, সদস্য – শুভ বড়ুয়া, সদস্য – ইশিতা বড়ুয়া, সদস্য- প্রকাশ বড়ুয়া, সদস্য- সুকেল বড়ুয়া, সদস্য – অসীম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু জানান, সাহায্য নয়,সামাজিক দায়িত্ব পালনে সহযোগীতার হাত প্রসারিত করে দেশের শিক্ষা ব্যবস্তাপনাকে আরো সহজ করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র তম প্রয়াস।সমাজের মানুষের জন্য, সবাইকে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য, আমরা আমাদের মত চেষ্টা করে যাচ্ছি। আমরা সকলের সহযোগীতার মাধ্যমে আমাদের এই কার্যক্রম পর্যন্ত সম্পন্ন করতে সক্ষম হয়েছি।আমরা ২য় বারের মত আজকে এই কার্যক্রম সম্পাদক করেছি, আমরা পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রম সমগ্র কক্সবাজার জেলায় সম্পাদন করব।