বিশ্ব শান্তি, সকল প্রাণীর মঙ্গল কামনায় খাগড়াছড়ি আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কুঠিরে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বলন, আটাশ বুদ্ধের পূজা,সিবলী পূজা,মহা সংঘদান অনুষ্ঠিত হয়।
আজ (১৯ মার্চ) মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘীনালা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দপাল মহাস্থবির ।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামেের সহ নানা জেলা থেকে পূন্যার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ২১/১৬/১২ ফুট বিশিষ্ট দন্ডায়মান বুদ্ধ মূর্তি উৎসর্গ করা হয়।