বৃহত্তর কুমিল্লা-নােয়াখালী জেলার সমাজ সংস্কারক, বহুবিধ সামাজিক , ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপােষক, বুদ্ধ শাসন হিতৈষী, বিনয়াচার্য ,সংঘ মনীষা, সদ্ধর্মের আলােকবর্তিকা শ্রীমৎ পূর্ণানন্দ মহাথেরোর ৩০তম প্রয়াণ বার্ষিকী ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ, শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরোর সংবর্ধনা সভা আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার কুমিল্লার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও প্রয়াত মহাথেরাের উদ্দেশ্যে অষ্টপরিষ্কারসহ সংঘদান , স্মৃতিচারণ সভা ও সংবর্ধনা সভার আয়ােজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও বিদগ্ধ সুধীজন উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
অশেষ পুণ্যময় এ অনুষ্ঠানে আপনার/আপনাদের সবান্ধৰ উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।