চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় শংকর চন্দ্র বড়ুয়া (৬০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। (অনিচ্চা বত সাংখারা….)
সোমবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শংকর চন্দ্র বড়ুয়া কক্সবাজার জেলা উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের গ্রামের বাড়ি মিরসরাই জেলার হাইতকান্দি ইউনিয়নে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মহাসড়ক পার হচ্ছিলেন শংকর চন্দ্র বড়ুয়া। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।