হাটহাজারী গুমানমর্দ্দন সার্বজনীন নালান্দা বিহারের অধ্যক্ষ, বিদর্শন সাধক ভদন্ত উপতিষ্য মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গুমানমর্দ্দন সার্বজনীন নালান্দা বিহারে সমাপ্ত হয়েছে।
শনিবার (১৩মার্চ) দুপুর ১.৩০ মিনিটে অনিত্যসভা ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের। প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভদন্ত বোধিমিত্র মহাথের, বিশেষ ধর্মদেশক ছিলেন ভদন্ত সত্যপাল মহাথের।
বিশেষ অতিথি ছিলেন ভদন্ত শাসনানন্দ মহাস্থবির, দীপানন্দ মহাথের, ভদন্ত লোকানন্দ মহাথের, ড. লোকপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত বিপুলাবংশ ভিক্ষু প্রমুখ ।
উদ্বোধন ভাষন প্রদান করেন শিক্ষক জটিল বড়ুয়া। শ্রদ্ধা নিবেদন করেন দোলন বড়ুয়া, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, শিমুল বড়ুয়া , বিপ্লব বড়ুয়া, দিপুল বড়ুয়া।
উল্লেখ্য, , বিদর্শন সাধক ভদন্ত উপতিষ্য মহাথের গতকাল বৃহস্পতিবার ১১ মার্চ দিবাগত রাত ১২.৫৫ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট জনিত নানা রোগে ভূগছিলেন।