হাটহাজারী গুমানমর্দ্দন সার্বজনীন নালান্দা বিহারের বিহারের অধ্যক্ষ, বিদর্শন সাধক ভদন্ত উপতিষ্য মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল ১৩ মার্চ শনিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় হাটহাজারীর গুমানমর্দ্দন সার্বজনীন নালান্দা বিহারে অনুষ্ঠিত হবে।
এতে আপনাদের উপস্থিতি কামনা করা হয়েছে।
উল্লেখ্য, , বিদর্শন সাধক ভদন্ত উপতিষ্য মহাথের গতকাল বৃহস্পতিবার ১১ মার্চ দিবাগত রাত ১২.৫৫ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট জনিত নানা রোগে ভূগছিলেন।