বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ খাগড়াছড়ি অঞ্চলের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ই মার্চ) খাগড়াছড়ি সদরের মৈত্রী বৌদ্ধ বিহারে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ খাগড়াছড়ি অঞ্চলের দ্বি বার্ষিক কার্যকরি কমিটি গঠন ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ কল্যাণমিত্র বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া, সমাজসেবী রুপন কান্তি বড়ুয়া, সাধন বড়ুয়া , প্রবাধ বড়ুয়া ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ খাগড়াছড়ি অঞ্চলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিপ্লব বড়ুয়া সহ মাইসছড়ি, রামগড়,পানছড়ি,মানিকছড়ি শাখা অঞ্চলের সম্মানিত সভাপতি /সম্পাদক গন এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ খাগড়াছড়ি অঞ্চলের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সকলে দাঁড়িয়ে মঙ্গলাচরণ প্রার্থনা করা হয়। এরপর অতিথিদের পরিচয় পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সকল উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য খাগড়াছড়ি অঞ্চলের দ্বি বার্ষিক কার্যকরী কমিটি গঠন করেন।
সর্ব সম্মতিতে বিজয় কুমার বড়ুয়াকে সভাপতি এবং বিপ্লব বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্জুন বড়ুয়া ।