আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক প্রাণকেন্দ্র সী-বীচ, মেরিন ড্রাইভ সংলগ্ন, কর্ণফুলী টানেল, আন্তর্জাতিক শাহ আমানত বিমান বন্দরের সন্নিকটে প্রতিষ্ঠিত ‘শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আর.ডি.এন.এ ধ্যান কেন্দ্র’ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
আজ শুক্রবার (১২ই মার্চ) বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব এস. লোকজিৎ থেরো প্রতিষ্ঠিত “শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্র”, গোল্ডেন বীচ, পতেঙ্গা, চট্টগ্রাম শুভ উদ্বোধন করেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের প্রাক্তন মহাসচিব , গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের।
এ উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব দান , জীবন্যাস , বিহার উৎসর্গ ও মহতি অষ্টপরিস্কারসহ সংঘদান সুসম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, বিদর্শনাচার্য্য ভদন্ত রত্নপ্রিয় মহাথের , প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সংঘতিলক ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত বোধিরত্ন থেরো, ভদন্ত আর্য্যলোক ভিক্ষু, ভদন্ত বিনয়রত্ন ভিক্ষু,ভদন্ত জয়রত্ন ভিক্ষু, দীপানন্দ ভিক্ষু, ক্ষান্তিস্বর ভিক্ষু, তিষ্যরত্ন ভিক্ষু, আর্য্যসম্ভার ভিক্ষু,চন্দ্রবোধি ভিক্ষু, অপ্রমত্ত ভিক্ষু,বোধিকথিক ভিক্ষু প্রমুখ ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ,উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রদীপ কুমার বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ পালি বিভাগীয় প্রধান ড. অর্থদর্শী বড়ুয়া , বিশ্বজিৎ বড়ুয়া,ডা. প্রবীর বড়ুয়া।