ফটিকছড়ি অঞ্চলের সংঘনায়ক, ফটিকছড়ি নানুপুর গৌতম বিহার এর অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির প্রয়াণ লাভ করেছেন (অনিচ্চা বত সাংখারা….)।
আজ মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৫ টা ১৫ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন।