চন্দনাইশ ভিক্ষু পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ মার্চ) চন্দনাইশ উত্তর হাশিমপুর বন বিহারে পরিষদের বর্ধিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভদন্ত প্রজ্ঞানন্দ থেরোর পরিচালনায় সভায় জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের কে পুনরায় সভাপতি ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরকে সাধারণ সম্পাদক করে আগামী ৫ বছরের জন্য ২১জন বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।