ফটিকছড়ি অঞ্চলের সংঘনায়ক, ফটিকছড়ি নানুপুর গৌতম বিহার এর অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবিরের প্রথম অনিত্য সভা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) রাত ৮ টায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ, শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অনিত্যসভায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির , যুগ্ম সাধারন সম্পাদক ভদন্ত বোধিমিত্র মহাস্থবির ,ধর্মীয় সম্পাদক ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির ,বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া,মহাসচিব সুদীপ বড়ুয়া, শান্তি সিএমসিএল এর মহাসচিব ধনঞ্জয় বড়ুয়া রুবেল। পঞ্চশীল প্রার্থনা করেন শচী ভূষণ বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া।