দালাইলামা বলেন, বড় ধরনের রোগ এড়াতে ভ্যাকসিন নেওয়া খুবই জরুরি জিনিস। হিমাচল প্রদেশের কাংরা জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. গুরাদর্শন গুপ্তা জানান, দালাইলামা একদম সাধারণ মানুষের মতো করেই টিকা নিয়েছেন। রয়টার্স
জরুরি ভিত্তিতে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। জুলাই মাসের মধ্যেই এই লক্ষ্য পূণের কথা বলছে ভারতীয় কর্তৃপক্ষ।9/