1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন

কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

অনুপম বড়ুয়া টিপু
  • সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৯১ পঠিত
লোহাগাড়া বড় হাতিয়া খুসাঙ্গের পাড়া  মহাবোধি বিহার-কমপ্লেক্স  মহাধ্যক্ষ কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় লোহাগাড়া খুসাঙ্গের পাড়া  মহাবোধি বিহারের সুমনাচার বিশুদ্ধাচার সন্থাগারে সমাপ্ত হয়েছে।
শুক্রবার (৫মার্চ) অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ  দিনে সকালে অষ্ট উপকরণ সহ সংঘদানে সভাপতিত্ব করেন কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদের সভাপতি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ  মহাস্থবির,  প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথের, বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. বুদ্ধপ্রিয় মহাথের ,প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, উদ্বোধন ঘোষনা করেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত কর্মবীর ভদন্ত শীলানন্দ মহাথের।
দুপুর ১.৩০ মিনিটে অনিত্যসভা ও  স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথের। সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
আশীর্বাদক ছিলেন উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ শাসন স্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাথের।
প্রধান অতিথি ছিলেন , ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ফরিদুল হক খান দুলাল এমপি।বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, দিনাজপুরের এমপি মনোরঞ্জন শীল গোপাল, এমপি ওয়াসিকা আয়েশা খানম প্রমূখ।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের।
স্বাগত বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অজিত রঞ্জন বড়ুয়া , প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন ।
কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদের কার্যকরী সভাপতির বক্তব্য রাখেন ভদন্ত এস লোকজিৎ থের। মঙ্গলাচরণ করেন ভদন্ত সুরিয়া তিলক ভিক্ষু । পঞ্চশীল প্রার্থনা করেন রাহুল কান্তি বড়ুয়া । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দিলীপ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক জয়সেন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া।
বিকেল ৫ টায় আলং নৃত্য পরিবেশিত হয়। সন্ধ্যা ৬.৩০ টায় ৭১বার আতশ বাজি প্রজ্জলনের মাধ্যমে  শবদেহে অগ্নি সংযোগ  করা হয়।
উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন , “কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের এমন কাজ করা উচিত যে কাজ তাঁর অনুপস্থিতিতেও সবাই স্মরণ করবে।”
তিনি আরো বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ আজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার জন্য দেশের সব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী  বলেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় দল-মত-ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণ আবশ্যক। এদেশের উন্নয়ন অভিযাত্রায় সকল সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় জনগােষ্ঠী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

তিনি আরও বলেন, কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র প্রয়াণ সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ রকম একজন আত্মত্যাগী এবং মানবতার প্রতিভূ ভিক্ষুর বিদায় বড়ই বেদনাদায়ক। মহামানব গৌতম বুদ্ধের বাণীর ধারক-বাহক ও থেরাস আদর্শের প্রতীক কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যুজ্জ্বল ভূমিকা রেখেছেন।

মো ফরিদুল হক খান বলেন, তিনি গৌতম বুদ্ধের অহিংস বাণীকে ধারণ করে সমাজ সর্মকে আলােকিত করেছেন। তিনি উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগােষ্ঠী। বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেছেন।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!