দুপুর ১.৩০ মিনিটে অনিত্যসভা ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথের। সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
আশীর্বাদক ছিলেন উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ শাসন স্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপ-সংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাথের।
প্রধান অতিথি ছিলেন , ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, দিনাজপুরের এমপি মনোরঞ্জন শীল গোপাল, এমপি ওয়াসিকা আয়েশা খানম প্রমূখ।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের।
স্বাগত বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অজিত রঞ্জন বড়ুয়া , প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন ।
কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদের কার্যকরী সভাপতির বক্তব্য রাখেন ভদন্ত এস লোকজিৎ থের। মঙ্গলাচরণ করেন ভদন্ত সুরিয়া তিলক ভিক্ষু । পঞ্চশীল প্রার্থনা করেন রাহুল কান্তি বড়ুয়া । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দিলীপ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক জয়সেন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া।
বিকেল ৫ টায় আলং নৃত্য পরিবেশিত হয়। সন্ধ্যা ৬.৩০ টায় ৭১বার আতশ বাজি প্রজ্জলনের মাধ্যমে শবদেহে অগ্নি সংযোগ করা হয়।