বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি , আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘমনীষা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো’র ২৭তম মহাপ্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে।
মংগলবার (২ মার্চ ) ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এ দিবসটি পালন করে।
এ উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো’র সভাপতিত্বে মহাসংঘনায়ক ভান্তের প্রতি পুষ্প দিয়ে পূজনীয় ভিক্ষুসংঘ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধানিবেদন করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রিয়শীলি, অগ্গমহাপন্ডিত, অধ্যাপক বনশ্রী মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ঢাকা আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথেরো, ভদন্ত পরমানন্দ মহাথেরো,ভদন্ত সুমনানন্দ থেরো প্রমুখ দেশনা করেন।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ- সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, দিপাল চন্দ্র বড়ুয়া,রনজিত বড়ুয়া,প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন ।
স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা করেন সুজিত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত সুমনানন্দ থেরো , কল্লোল বড়ুয়া।