ফের ভয়াল হচ্ছে করোনার (Covid 19) থাবা। হু হু করে বাড়চ্ছে সংক্রমণ। ভারতে একই মঠে ১০০ বৌদ্ধ ভিক্ষু একইসঙ্গে করোনায় সংক্রামিত হবার খবর পাওয়া গেছে।
একদিকে দেশে চলছে করোনার টিকাকরণ। অন্যদিকে সার্বিকভাবে দেশের করোনার সংক্রমণের উর্ধ্বগামী পরিসংখ্যানে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। সোমবার ভারতের হিমাচলের ধর্মশালায় এক মঠে একইসঙ্গে ১০০ জন বৌদ্ধ ভিক্ষু করোনা সংক্রমণের রিপোর্ট সামনে এসেছে। পুরো এলাকাকে কনন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে সরকার।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এত বিপুল সংখ্যায় মানুষ কিভাবে করোনা সংক্রমণের শিকার হল তা বোঝা যাচ্ছে না। এদিন ১০০ জনের একসঙ্গে করোনা পজিটিভ রিপোর্ট আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, এই নিয়ে ওই মঠের মোট ১৫৬ জন করোনাক্রান্ত। এর সঙ্গেই হিমাচলে ফের করোনা মামলার উর্ধ্বগামী সংখ্যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে দেশে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিতেই পারে।
উল্লেখ্য, সোমবার থেকেই দ্বিতীয় দফায় টীকাকরণ কর্মসূচি শুরু হয়েছে ভারতে। এই পর্বে ৬০ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের প্রতিষেধক দেওয়া হবে। পাশাপাশি কো-মর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সীদেরও টিকা দেওয়া হবে। কো-উইনে নাম নথিভুক্তিকরণের সময়ে পছন্দের দিনক্ষণ এবং ব্র্যান্ড (কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন) বেছে নেওয়ার বিকল্প থাকবে। তবে সিংহভাগ বেসরকারি টিকাকেন্দ্রেই ওয়াক-ইন অন-সাইট রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে না।