প্রয়াত ২৮ তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথের’র ১ম প্রয়াণ বার্ষিকী ও প্রিয়শীলি, অগ্গমহাপন্ডিত, অধ্যাপক বনশ্রী মহাথেরোকে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরকে উপসংঘনায়ক পদে বরণ ও প্রয়াত মুক্তিযোদ্ধা রতন বড়ুয়াকে মরণোত্তর সন্মাননা জানানো হয়।
রবিবার (২৮ ফেব্রুয়ারি ) নগরীর কাতালগঞ্জ নবপন্ডিত বিহারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে অষ্ট উপকরণ সহ সংঘদান অনুষ্ঠিত হয়।
বিকেলে বরণ সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো।
সভার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সভাপতি ও ঢাকা ধর্মরাজিক মহাবিহার এর অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের । প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সদ্ধর্ম রত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত বিপুলানন্দ মহাথের, ভদন্ত আর্যকীর্তি মহাথের ।
স্বাগত ভাষণ প্রদান করেন ভদন্ত বোধিমিত্র মহাথের । সঞ্চালনা করেন ভদন্ত করুনাশ্রী থেরো, ভদন্ত তনহংকর ভিক্ষু ।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ চৈতি মুৎসুদ্দি। পঞ্চশীল প্রার্থনা করেন রবীন্দ্র লাল বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ- সভাপতি প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া , মহাসচিব পি,আর বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, অঞ্চল তালুকদার, উপাধ্যক্ষ সুব্রত বরণ বড়ুয়া , ইঞ্জিনিয়ার পরিতোষ বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, অধ্যাপক ববি বড়ুয়া, নেভি বড়ুয়া প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন ।