শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষনা করবেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু । শুভেচ্ছা জ্ঞাপন করবেন লোহাগাড়া জাকের হোসাইন, পিপিএম, ওসি লোহাগাড়া।
বিকেল ৪ টায় কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জীবন ও কর্মের উপর সেমিনার অনুষ্ঠিত হবে।
কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি সদ্ধর্মনিধি ভদন্ত ধর্মদর্শী মহাথের’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
প্রবন্ধকার অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া। আলোচক থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার, চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের মহাসচিব ভিক্ষু সুনন্দপ্রিয়, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, অধ্যাপক ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, তাপস হোড়, দেবপ্রিয় বড়ুয়া, অধ্যাপক ড.বিমান চন্দ্র বড়ুয়া, সহকারী অধ্যাপক ড. জগন্নাথ বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
সেমিনারের শুভ উদ্বোধন ঘোষনা করবেন কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি এস লোকজিৎ থের।
বিকেল ৫ টায় আলং নৃত্য পরিবেশিত হবে। রাত ১০ টায় বুদ্ধ কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।