চট্টগ্রাম মহানগর বাংলাদেশ বুডিস্ট গ্রুপ সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ২১ শে ফেব্রুয়ারী রাঙামাটি জেলার ভেদভেদি এলাকায় গরীব অসহায় ছেলেমেয়েদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় চট্টগ্রাম মহানগর বাংলাদেশ বুডিস্ট গ্রুপ সংগঠনের পরিচালক তন্ময় বড়ুয়া ,রিডিসুদুম সংগঠন এর পরিচালক পায়েস চাকমা, সত্যজিৎ চাকমা উপস্থিত ছিলেন।