মাতৃভাষায় জাতিসত্ত্বা,ঐতিহ্য, সংস্কৃতিকে রক্ষা একমাত্র হাতিয়ার – এই প্রতিপাদ্য নিয়ে আজ ২১ ফেব্রুয়ারী ২০২১ ইং সারাদিনব্যাপী নানা আয়োজন করেছেন পার্বত্য চট্টগ্রামে সামাজিক সংগঠন মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন – (MWA) এর ব্যবস্থপনায় মাতৃভাষা শিক্ষা ও মারমা মাতৃভাষা বর্ণমালা উপর লিখিত ও মৌখিক প্রতিযোগিতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা গাইন্দ্যা শিশু সদনে এবং পার্শ্ববর্তী গ্রামে মারমা ছাত্র/ছাত্রীদের নিয়ে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজনে মধ্য অনুষ্ঠিত হয়।
সকালবেলা অস্থায়ী শহীদের স্মরণে তৈরীর করা শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যূগ্ন আহ্বায়ক অংশেপ্রু মারমা অংশে, মহানগর শাখা আহ্বায়ক কমিটি সদস্য হ্লাপ্রুচাই মারমা, আথুইপ্রু মারমা ও সুইহ্লাপ্রু মারমা এবং শিশু সদনে ছাত্র/ছাত্রীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। মাতৃভাষা বর্ণমালা উপর লিখিত ও মৌখিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে শতাধিক ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণ করেন।আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর রাঙ্গামাটি জেলা শাখা আহ্বায়ক ভদন্ত নাইন্দিয়া থের মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র শিশু সদনে প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত কসালা মহাথেরো,বিশেষ অতিথি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যূগ্ন আহ্বায়ক অংশেপ্রু মারমা অংশে, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বাবু হারাধন কর্মকার প্রমূখ নেতৃত্ববৃন্দ।আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে মারমা ভাষা গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে গতকাল রাজস্থলী ৫ নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর আলম ঘর অনাঙ্ক্ষিত ভাবে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে শুকনো খাবার,চাউল ও শীতবস্ত্র তোলে দেওয়া হয়েছে। এদিকে খাগড়াছড়ি জেলাতে সারাদিন ব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা সদরের সকালে প্রভাতফেরি মাধ্যমে শহীদ স্মরণে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ করেন। এবং পরে জেলার সদর গুগড়াছড়ি সুধুঅং মেম্বার পাড়ায় মারমা ছাত্র/ছাত্রীদের নিয়ে মাতৃভাষা বর্ণমালা উপর লিখিত ও মৌখিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং মারমা ভাষা শিক্ষা একাডেমি যৌথ উদ্যোগের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী ও মারমা ভাষা শিক্ষা একাডেমি পরিচালক ভদন্ত চাইন্দাসারা ভিক্ষু ব্যবস্থাপনা আয়োজন অনুষ্ঠিত হয়।