বিয়ের পিঁড়িতে বসছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেরুল বাড্ডায় একটি রেস্তোরাঁয় তার তেল চড়ানি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নিশিতার বরের নাম দীপংকর বড়ুয়া। ন্যাশনাল ব্যাংকে কর্মরত তিনি। নিশিতা-দীপংকরের চার বছরের প্রেমের সম্পর্ক। সেই প্রেম এবার পরিণয়ে রূপ নিচ্ছে। তবে প্রেম থাকলেও নিশিতা জানান, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ের আয়োজন হচ্ছে।
তাঁদের দু’জনের বাড়িই চট্টগ্রামে। তবে সব আনুষ্ঠানিকতা হচ্ছে ঢাকাতে। করোনার কারণে সীমিত আকারে আয়োজন করা হচ্ছে।’