বর্ষীয়ান গীটার শিল্পী মানবেন্দ্র বড়ুয়া মৃত্যুবরণ করেছেন।
আজ মংগলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টা ৩০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
উনি প্রথম আকাশবাণী কোলকাতা কেন্দ্র থেকে গীটার পরিবেশন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বেতার কেন্দ্র ও বিটিভি তে নিয়মিত গীটার পরিবেশন করতেন।
আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় নন্দন কাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তাঁর প্রথম অনিত্যসভা অনুষ্ঠিত হবে এবং ২৫ ফেব্রুয়ারি দুপুর দুটায় তাঁর জন্ম জনপদ রাউজানের মহামুনি পাহাড়তলী গ্রামে দ্বিতীয় অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।