চট্টগ্রাম পাবর্ত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি বলেছেন, বুদ্ধের অহিংসা ধর্ম ধারণ করে ড. ধর্মসেন মহাস্থবিরের আদর্শ অনুসরণ করতে হবে। তাতে সমাজে অহিংসা দূরে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্ভব হবে।
তিনি মরেও বৌদ্ধ তথা মানব গোষ্ঠীর কাছে আজীবন স্মরণীয় হবে থাকবেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে পটিয়ার পটিয়ার ঊনাইনপুরা লঙ্কারাম বিহারে প্রয়াত ধর্মসেন মহাস্থবিরের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোর অন্তেষ্টিক্রিয়া জাতীয় উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ড. সংঘপ্রিয় মহাস্থবির, ভদন্ত বোধিমিত্র মহাস্থিবর, অজিত রঞ্জন বড়ুয়া, দেশপ্রিয় বড়ুয়া চৌধুরী, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, শিক্ষক দীপ্তী বড়ুয়া, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, অমল কান্তি দাশ, সেহ্নাফ্লু মারমা, প্রজ্ঞাজোতি বড়ুয়া লিটন, সীমান্ত বড়ুয়া, সবুজ বড়ুয়া সাজু, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী মো. ইদ্রিস, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ প্রমুখ।
আলোচনা সভার আগে ড. ধর্মসেনের মরদেহে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানানো হয় এবং আলোচনা সভার পর আন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানের মাঠ পরিদর্শন করেন।