ভারতীয় জনপ্রিয় অভিনেতা গগন মল্লিক সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে পরিদর্শন করেছেন ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের জনপ্রিয় অভিনেতা গগন মল্লিক যিনি সিদ্ধার্থের ( বুদ্ধের) জম্ম থেকে পরিনির্বাণ অবধি বুদ্ধের অভিনয় করে বিশ্ব সমাদৃত হয়ে ভিয়েতনাম জাতীয় চলচ্চিত্র সহ বিভিন্ন দেশের পুরস্কার প্রাপ্ত দায়ক দায়িকাদের পক্ষ থেকে এ উপলক্ষে এক সংবর্ধনা,অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় সকলের পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।
সংবর্ধিত হয়ে অভিনেতা গগন মল্লিক সংযুক্ত আরব আমিরাত বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের নানা প্রশংসা করে বলেন – প্রবাসী মাটিতে বৌদ্ধ বিহার দেখে আমি মুগ্ধ, বুদ্ধের অহিংসা বানী বিশ্বে ছড়িয়ে দিতে ইউ এ ঈ ( দুবাই) বাংলাদেশী বৌদ্ধ বিহার ধ্যান কেন্দ্র উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে শতাব্দীর পরে ও।অভিনেতা গগন মল্লিক আরও বলেন বুদ্ধ একজন বিশ্ব শান্তির একমাত্র প্রতীক। যাঁর অভিনয় করতে বুঝতে পারলাম বুদ্ধ কত বড় মহাপুরুষ। তাই আমি বুদ্ধে প্রতি শ্রদ্ধান্বিত হয়ে আমি স্বয়ং বুদ্ধ ধর্ম গ্রহন করেছি।