ঢাকা সবুজবাগ বাসাবো ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন করা হয়।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় একুশে পদক প্রাপ্ত প্রচার সংঘের উর্ধতন সহ-সভাপতি প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, মহাসচিব পি. আর. বড়ুয়া, যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, সহ-সভাপতি রনজিত কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক ও সাংগঠনিক সচিব অনুপম বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন বড়ুয়া, প্রচার সংঘ মহিলা শাখার উর্ধতন সহ-সভাপতি শিক্ষিকা গৌরী বড়ুয়া, যুব শাখা ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক তফাজ্জল হোসেন।
সভায় বক্তারা, মহান ভাষা শহীদদের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শিক্ষিকা দিপীকা বড়ুয়ার পরিবেশনায় জাতীয় সংগীত সহ দেশাত্ববোধক সংগীত পরিবেশিত হয়।