রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের পারলৌকিক সদগতি ও শান্তি কামনায় পুণ্যদান ও ত্রিরত্ন সমীপে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকা অান্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌঃ দিব্যেন্দু বি. চৌধুরী বড়ুয়া।
অন্যান্যদের মধ্য প্রার্থনা সভায় বিবিএফ এর অর্থ সম্পাদক বাবু উত্তম বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মধুমিতা বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রূপায়ন কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া, বিবিএফ, ইয়ুথ এর সভাপতি অমল বড়ুয়া, সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, উইমেন্স নেত্রী সিটু বড়ুয়া, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেবী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।