রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ. নাইন্দিয়া মহাথেরো এর অন্তোষ্টিক্রিয়া বিহার প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ) বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পার্বত্য রাজ নিকায়ের মার্গ মহাসংঘনায়ক ভদন্ত ক্রানোওয়াইসা মহাথের, আশীর্বাদক ছিলেন পার্বত্য রাজ নিকায়ের মহাসংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথের, সংঘপ্রধান ছিলেন পার্বত্য রাজ নিকায়ের উপ সংঘনায়ক ভদন্ত ক্রানোতারা মহাথের , উদ্ধোদক ছিলেন নাইক্ষয়ংছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আসবা মহাথের।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপংকর তালুকদার (এম.পি) বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত উ. নাইন্দিয়া মহাথেরো নববই বছর বয়সে ১৬ মে ২০২০ সালে পরলোক গমন করেন। ১২ বছর বয়স হতে শ্রমন প্রবজ্যা গ্রহণ করেন। দীর্ঘ ১০ মাস তাকে পেটিকা বদ্ধ করে রাখা হয়েছিল।