ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলার – তবলছড়ি মাষ্টার পাড়া আম্রকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যজ্যোতি ভিক্ষুর স্থবির অভিধা’ বরণ, বুদ্ধ প্রতিবিম্ব দান, অট্ঠপরিক্খার দান, আকাশ প্রদীপ, হাজার প্রদীপ, কল্পতরু দান, ধর্মদান সহ নানাবিধ দানীয় অনুষ্ঠান ও জ্ঞাতি সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ) খাগড়াছড়ি হরিনাথপাড়া আদর্শ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রথমপর্বে সভাপতিত্ব করেন,পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি ও খাগড়াছড়ি খবংপড়িয়া দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অগ্রজ্যোতি মহাস্থবির। স্বধর্ম দেশনা করেন মহালছড়ি – লেমুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়েনা স্থবির ।