বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তিন উপসংঘরাজ পদে বরিত হলেন রাউজান আঁধারমানিক নিগ্রোধারাম বিহারের অধ্যক্ষ,ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথের , বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ,শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের এবং চট্টগ্রাম মহানগরীর দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথের ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি ) চট্টগ্রাম মহানগরীর দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কারক সভায় সর্বসম্মতিক্রমে তিনজন বরেণ্য সাংঘিক ব্যক্তিত্বকে শাসন সদ্ধর্মে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে উপ-সংঘরাজ পদে মনোনীত করা হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নব নির্বাচিত সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় পেশ করেন ড. সংঘপ্রিয় মহাস্থবির।
উল্লেখ্য, উপসংঘরাজগণ প্রয়াত উপসংঘরাজ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির, প্রয়াত উপসংঘরাজ , মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ,বিদর্শন সাধক ভদন্ত অগ্ৰবংশ মহাথেরো, প্রয়াত উপসংঘরাজ ,কুমিল্লা কণকস্তুপ বিহারের অধ্যক্ষ, ভদন্ত ধর্মরক্ষিত মহাথেরোর স্থলাভিষিক্ত হলেন।