চন্দনাইশ পূর্বসাতবাড়ীয়া বেপারিপাড়া গ্রামের মৃত বিজয় বড়ুয়ার সহধর্মিনী বিধুবালা বড়ুয়া আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১.৩০মিনিটে পরলোক গমন করেন (অনিচ্চা বথ সাংখারা……)।
চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা পুলক বড়ুয়ার ঠাকুর মা বিধু বালা বড়ুয়া ১০৪বছর বয়সে মৃত্যুবরণ করেন।
প্রয়াতার অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল দুপুর ২ঘটিকার সময় পূর্বসাতবাড়ীয়া রত্নাংঙ্কুর বিহারে অনুষ্ঠিত হবে।