সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র সারা বাংলাদেশে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলর শীতবস্ত্র ও মাস্ক বিতরণ ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ ১৯ তম কার্যক্রম এবার সিলেটে ঘাসিটুলা ও খাদিম চা বাগান এলাকায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলর সভাপতি উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এই মানবিক কাজে আর্থিক সহয়োগিতা করেন মানবিক কাজে নিয়োজিত ফাউন্ডেশন মনচন্দ্র-সুশীলা, বিমান-পটু ফাউন্ডেশন, রেনুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, পূর্বগুজরা, বৃহত্তর হোয়ারাপাড়া, রাউজান, চট্টগ্রাম। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট অঞ্চল’র সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী,সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক সিকৃবি’র সহকারী অধ্যাপক স্বরূপ বড়ুয়া, দিলু বড়ুয়া, প্রকৌশলী সেতু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দেবু বড়ুয়া,সাংস্কৃতিক সম্পাদক সুমন বড়ুয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক শুক্লব বড়ুয়া প্রমুখ।