বাংলাদেশের সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, দর্শন বারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র মরদেহ পেটিকাবদ্ধ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ) কুমিল্লা কনকস্তূপ বিহার ঈশ্বর পাঠশালা মাঠে পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের। প্রধান জ্ঞাতী ছিলেন স্মৃতিধর উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাথের ।
অন্যান্যদের মধ্যে ভদন্ত জিনসেন মহাস্থবির, প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত শীলভদ্র মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের , ড.জিনবোধি মহাথের, ভদন্ত শাসনানন্দ মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির, ডঃ ধর্মকীর্তি মহাথের, ড. সংঘপ্রিয় মহাথের, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয়, ভদন্ত ধর্মপাল ভিক্ষু, ড. সুকোমল বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া, ইন্দ্র কুমার সিংহ, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, প্রমুখ স্মৃতিচারণ করেন। পঞ্চশীল প্রার্থনা করেন সাধন মিত্র সিংহ ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত উত্তমানন্দ থের।
উল্লেখ্য, দর্শন বারিধি, উপ সংঘরাজ , অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের (৮৩) গত ১৫ জানুয়ারী দুপুর ১.২০ মিনিটে দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেছেন ।