1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশ  সংঘরাজ ভিক্ষু মহাসভার নির্বাচন সুসম্পন্ন

অনুপম বড়ুয়া টিপু
  • সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫৮৪ পঠিত
প্রাচীনতম সাংঘিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কার্যকরী পরিষদের নির্বাচন সু সম্পন্ন হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারী) নির্বাচনে রাউজান পূর্ব আধার মানিক বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত  বুদ্ধরক্ষিত মহাথের   সভাপতি ও সাংগঠনিক সচিব পদে অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সরাসরি ভোটে মহাসচিব পদে পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও প্রকল্পের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ  ড. সংঘপ্রিয় মহাথের, যুগ্ম মহাসচিব পদে পাথরঘাটা জেতবন শান্তিকুন্জ বুদ্ধ বিহারের অধ্যক্ষ এম,বোধিমিত্র থের,  অর্থ সচিব পদে কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মপাল মহাথের ,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ ভিক্ষু নির্বাচিত হন।
ভিক্ষু মহাসভার নির্বাচনের ফলাফল নগরীর দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে ঘোষনা করা হয়।  চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার শাসনবংশ মহাথের,  সহকারী কমিশনার ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত শাসনপ্রিয় মহাথের।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে ৩৬৯ ভোট পেয়ে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ড. সংঘপ্রিয় মহাথের , তার নিকটতম প্রতিদ্বন্ধী এস লোকজিৎ থের  পেয়েছেন ৩৩৪ ভোট। যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন এম,বোধিমিত্র থের পেয়েছেন ৩৮০ ভোট ও পি লোকানন্দ মহাস্থবির পেয়েছেন ৩২৮ ভোট।  অর্থ সচিব পদে ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভদন্ত ধর্মপাল মহাথের ও ভদন্ত জিনরতন থের ২৮৩।  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভদন্ত উত্তমানন্দ থের  ও এইচ শীলজ্যাতি স্থবির পেয়েছেন ৩২৩।
চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজারসহ সারাদেশের মোট ১২টি কেন্দ্রে সংঘরাজ ভিক্ষু মহাসভার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!