বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ শে জানুয়ারি ) বিকেল ২:০০ ঘটিকার সময় চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
বর্ণিত সভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সকল সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এবং উক্ত অধিবেশনে ২৮তম সংঘনায়ক অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ শুদ্ধানন্দ মহাথেরো প্রয়াণ লাভ করায় ২৯তম সংঘনায়ক হিসাবে ধর্মাধিপতি অধ্যাপক বনশ্রী মহাথেরো ও উপসংঘনায়ক ভিসেবে সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো মনোনীত হন।