রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে চুরি সংঘটিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারী) শেষ রাতে এই চুরি সংগঠিত হয়েছে বলে ধারণা করছেন বিহার পরিচালনা কমিটির সভাপতি তন্টুমনি খীসা।
তিনি জানান, বিহারে আগত সাধারণ দায়ক দায়িকাদের দানের জন্য বিহারের ভিতর দুইটি দানবাক্স রাখা ছিল। গভীর রাতে সবাই যখন ঘুমে তখন বিহারের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে দান বাক্সের তালা ভেঙ্গে ভেতরে রক্ষিত প্রায় এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এবং মাইকের স্পিকারের তার টি কেটে যায়।