চট্টগ্রাম দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাথের’র ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ জানুয়ারী কর্মসূচির মধ্যে ছিল পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবির এর রোগমুক্তি নিরোগ ও দীর্ঘায়ু কামনায় পট্ঠান পাঠ, প্রব্রজ্যা দান, ভৈষজ্য পানীয় সংঘদান সহ অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্বের শান্তি সুখ কামনায় সমবেত প্রার্থনা ।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ, কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবির।
সভাপতিত্ব করেন মোগলটুলি শ্বশান ভূমি শাক্যমুণি বৌদ্ধ বিহারের মহাপরিচালক ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির। মঙ্গলাচরণ করেন ভদন্ত শরণপ্রিয় ভিক্ষু। ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবিরের জীবনী নিয়ে আলোচনা করেন প্রকৌশলী সুধন্ন বড়ুয়া, বক্তব্য প্রদান করেন ভদন্ত পরমানন্দ ভিক্ষু , অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃনাল কান্তি মুৎসুদ্দি, অনিল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজনীতিবিদ তাপস বড়ুয়া ও রাজনীতিবিদ রুবেল বড়ুয়া।
পরিশেষে পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির মহোদয় আয়োজন কারী পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষু শ্রমণ, ও দায়ক দায়িকাসহ বিহারে অবস্থানরত ছাত্রদেরকে ধন্যবাদ সহকারে আশীর্বাদ প্রধান করেন।