খাগড়াছড়ির জেলা সদর কৃষি গবেষণার সংলগ্ন ধর্মঘর আড়াই মাইল ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বিহারটি।
মংগলবার দুপুর ১২ টার দিকে ধর্মঘর আড়াই মাইল ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে
সুত্র জানা যায় , দুপুরের বিহারাধক্ষ্য ভান্তে ও শ্রামণরা দুপুরের ছোয়াইং খেয়ে বিশ্রামে থাকার সময় আগুন ধরে যায।তাৎক্ষণিকভাবে বিহারের মূল অংশে আগুন লেগে যাওয়ায় বিহারের থাকার মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে পারেনি।কিছু বুদ্ধমূর্তি বের করতে পারলেও বহুমূল্যব্ন সম্পদ রক্ষা করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকার মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ কাজ করেছে।
রান্নাঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।