যুক্তরাষ্ট্রের আরিজোনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বিজয়দৃপ্ত বড়ুয়া চৌধুরী। তার পিএইচডি অভিসন্দর্ভ ছিল সিস্টেম ইঞ্জিনিয়ারিং।
সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে Industrial & Production Engineering-এ বিএসসি ও এমএসসি সম্পন্ন করে বুয়েটেই লেকচারার হিসেবে যোগদান করে। ২০১৫ সালে সে ‘ফেলোশিপ’ নিয়ে যুক্তরাষ্ট্র গমন করে। উল্লেখ্য, সে আরিজোনা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি সম্পন্ন করার পর পিএইচডি সম্পন্ন করে।
গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার বেলখাইন গ্রামে। তার পিতা শিশির বড়ুয়া চৌধুরী বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মাতা নন্দিতা বড়ুয়া গৃহিণী।
বিজয়দৃপ্ত বড়ুয়া চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের ফনিক্স বিশ্ববিদ্যালয়ে “Operation Research Scientist” পদে কর্মরত ।