আয়ারল্যান্ডের ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডেভিড বড়ুয়া। তার পিএইচডি অভিসন্দর্ভ ছিল স্তন ক্যান্সারে কোষ বিশিষ্ট চাপ নির্ধারণ করা।
তিনি বাংলাদেশ থেকে ২০১৬ সালে পিএইচডি গবেষণার উদ্দেশ্যে আইরিশ সরকারের বৃত্তি নিয়ে আয়ারল্যান্ডে আসেন। আয়ারল্যান্ডের ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এর অধীনে স্কুল অফ মেডেসিন এর পাথলজি এ পিএইচডি গবেষক হিসেবে যোগদান করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে তিনি বায়োকেমিস্ট্রি এবং মোলিকুলার বায়োলজি এর উপর স্নাতকোত্তর পাশ করেন। স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেছিলেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি সেখানে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে . এর ইউজিপ ল্যাব এ সহকারী গবেষক হিসেবে নিয়োজিত ছিলেন। তার পর তিনি উচ্চতর গবেষণার উদ্দেশ্যে আয়ারল্যান্ড যাত্রা করেন।
তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামে। তিনি রুমাল বড়ুয়া ও খুকী বড়ুয়ার কনিষ্ট সন্তান এবং প্রয়াত ডাক্তার নগেন্দ্র লাল বড়ুয়ার নাতি।
তিনি আয়ারল্যান্ডের “Eurofins BioPharma” তে Molecular Scientist হিসেবে যোগদান করার ব্যাপারে একটি নিয়োগচুক্তি স্বাক্ষর করেন।