রাউজানের হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহার চত্বরে বিদর্শনসাধক ভদন্ত লোকানন্দ ভিক্ষুর থের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ জানুয়ারী) দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে থের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরোর সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ -উপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ -উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের। প্রধান ধর্ম দেশক ছিলেন ভদন্ত সুনন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্ধতন সহসভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ভদন্ত অভয়ানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথে, অধ্যাপক উপানন্দ মহাথের, ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সংঘানন্দ থের, উপাধ্যক্ষ ড. সুব্রত বরন বড়ুয়া, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দীন , ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দীন আরিফ ।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সিনিয়র সহ -সভাপতি অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া । উদ্বোধক ছিলেন ইউএস টিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। মঙ্গলাচরণ করেন ভদন্ত সুজনানন্দ ভিক্ষু ও ভদন্ত সংঘমিত্র ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন মৃদুল কান্তি বড়ুয়া।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শরণ বড়ুয়া সহ হোয়ারাপাড়া গ্রামের শিল্পীবৃন্দ ।
সঞ্চালনা করেন ভদন্ত করুনানন্দ থের ও ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু।